হঠাৎ করেই চিন্তিত আজ
ভাবছি কি যে হবে,
হৃদয় টা আজ মেঘাচ্ছন্ন;
তারে পাবো কবে?
মেঘলা আকাশের মতো
আমার অন্তরে মেঘ জমা,
ভাবনা বলে বিপাশা;
শুধু আমার প্রিয়তমা।
তবু যেন হারিয়ে গেছি
আমি বোঝাবো কারে?
সব কিছু যে হবে বৃথা;
যদি না পাই তারে।
সূর্যাস্তে এল খবর
হলাম খুশিতে আটখানা,
সে পর্দাশীল আর গুণবতী;
আমার ছিল না জানা।
সমাপ্তি লগনে সবাই
জানালো সম্মতি,
আর কেউ নয় আমি হব;
সেই বিপাশার পতি।
পর্যায়ক্রমে হল শুরু
আমাদের বিবাহ অভিযান,
অতিশীঘ্রই ডাকবো কাজী;
সে হবে আমার জান।
তাকে রাখবো সুখে থাকবো পাশে
এইতো মনের আশা,
সে যে আর কেউ নয় সকলে জানে;
আমার অর্ধাঙ্গী বিপাশা।
বিদ্রঃ বাকি অংশ ৪র্থ পর্বে দেখুন..