সোনালী বিকেল বেলায়
ভাবনা উঁকি দিলো,
অজানা এই পাগল মনটা;
তাহার খোঁজ নিল ।
পরিশেষে নতুন চমক
পেলাম তাহার দেখা,
যেন ভালবাসার উদয় হল;
নেই তো আমি একা ।
দুই নয়ন ভরিয়া আমি
তাকে দেখিতে থাকিলাম,
ছোট্ট এই হৃদ মাঝারে;
তাহার মিষ্টি ছবি আঁকিলাম।
এই ছবিটি রাখতে চাই
আমি বাঁচবো যতদিন,
ভালোবাসায় রাখবো তাকে;
যার শোধ হবেনা ঋণ।
হে আল্লাহ তুমি পূরণ করো
আমার মনের আশা,
সেই যে আর কেউ নয়;
যেন আমারি বিপাশা।
বিদ্রঃ পরবর্তী অংশ ৩য় পর্বে