অতীতে কি ছিল মোর?
হৃদয়ে ভাবনা দিল সাড়া!
চোখ বুঝিয়া উদয় হইলো;
কঠিন বাস্তবতার ধারা।
সেই ক্রমে চলিয়া আসিল
দুঃখে পরিপূর্ণ ব্যাখ্যা,
কেন? কি বা উপযুক্ত কারণ?
কবি আজও বড় একা?

কোন একদিন বেকারত্বে
ছিলুম বড় শিকার,
অবহেলায় মোর দিন কাটিত;
জুটতো সর্ব লোকের ধিক্কার।
না বুঝিয়া সেই সময় খানি
কেন যে করিনু পার?
কত পূর্বেই না মনো বাসনার;
বন্ধ হয়েছে দ্বার?

শত প্রেমে মন অন্ধ জীবন
দিয়েছে মোরে শিক্ষা,
কু-কর্ম আর ব্যভিচারে;
একদিন করিতে হইবে ভিক্ষা।
প্রকৃত জ্ঞান খোদার ঐ ধ্যান
যদি নাহি থাকে মনে,
শত পরিশ্রম বিফলে যাবে;
পস্তাবো ক্ষণে ক্ষণে।

কথা ঠিক ছিল ঘটিল ফল
বুঝিতে পারিনু হায়!
কেন আজ মোর এরুপ দশা;
কেউ ভাগে নাহি চায়।
সেদিন যদি বুঝিবার পাইতাম
যৌবন থাকিত ধ্যানে,
পাপের রাজ্যে না ডুবিয়া আজ;
বড় হইতাম দ্বীনের জ্ঞানে।

বিধাতা জানে মোর তকদীরে
কি যে আছে লেখা?
পর্যায়ক্রমে ঘটিতে ঘটিতে;
একদিন পাইবো তার দেখা।
তারই জন্য সেদিন হঠাৎ
চলে আসলুম ঢাকা,
নিরুপায় হয়ে বসিয়া ছিলুম;
চারিদিক টা ছিলো ফাঁকা।

অবশেষে মোর কর্ম জুটিল
শুরু হইলো বাস্তবতার লড়াই,
অতি কষ্টে দিন কাটিতে থাকিল;
কখনো করিনি বড়াই।
সব বুঝিয়া পরিস্থিতি মানিয়া
ধর্য সহ করিতে থাকিনু চেষ্টা,
প্রতিজ্ঞা করিনু যা আছে কপালে;
দেখবো তাহার শেষ টা।

শত শত বাঁধা পেরিয়ে আজ
সাফল্যের দ্বার গোঁড়ায়,
এখনো তবে মাঝে মাঝে মোরে;
অতীত অন্তর পোড়ায়।
সর্ব লোকের উপদেশ যাহা
ছিল মূল্যবান কথা,
পরিশ্রম করো সফল হবেই
এটিই চিরন্তন বাস্তবতা।

(সংক্ষেপিত)