শত আনন্দে পরিবারে থাকা,
সময় টা ছিল ভালো,
অবুঝ মনটা তখনো বোঝেনি!
নিভে যাবে সেই আলো।
আনন্দ ফূর্তিতে কেটে যেত দিন,
ভাবেনি তখনো কেউ,
সুখের সংসারে আসবে নেমে!
অন্ধকারাচ্ছন্ন এই ঢেউ।
নিমিষেই যেন তলিয়ে গেছে,
ছিল যা সকলের সম্বল,
কেড়ে নিল সব সুখের পরশ!
হাজারো ঘুমের কম্বল।
অসহায় হয়ে পড়েছে সবাই,
অন্ন নেই কারো ঘরে,
আহ্বান করি এগিয়ে আসুন!
বন্যার্তদের তরে।
মানব সমাজ মানবের তরে,
বাড়ায় সহযোগিতার হাত,
ওদের কষ্টে ঝরছে অশ্রু!
কত বিলীন হয়েছে প্রভাত।
আমরা যদি এগিয়ে না যাই,
তারা বাঁচবে কি করে?
ক্ষুধার কষ্টে অন্ন ছাড়া,
সবাই যাবে যে মরে।
সারা বিশ্বের স্ব-হৃদয়বানদের
করছি আহ্বান!!!!!
আসুন আমরা সকলে তাদের!
বিতরণ করি ত্রাণ।