সব শিশুরা কৌতূহলী
মনের মতো চালায় তুলি,
ইচ্ছে মতো রং করে যায়
স্বপ্নে ভাসা শব্দগুলি।
সামনে তাদের আমরা যদি
সাবধানে না কথা বলি,
পণ্ড হবে পুরো জীবন-
নষ্ট মাথা বদ্ধ খুলি!
রূঢ় হবে মুখের বুলি।
তারা করে অনুকরণ
এই যেন ভাই থাকে স্মরণ
মুখো মুখি বিন্দু সম
হয় না যেন খারাপ কথন।
হয় যদি গো মন্দ চলন
চন্দ হারা শিশুর জীবন,
হারাইলে তো পাইবা না ধন
থাকতে সময় করো সাধন।