যদি পায় তারে একযুগ পরে
এই ফাগুনের রোদে তৃষ্ণার্ত
ঘাম ঝরা বাঁকা পথের ধারে,
তখনি পড়িবে মনে;
মাঝ রাতে বাতাবি লেবুর ফাঁকে
উকি মারা চাঁদের কথা!
হৃদয় বনে নতুন করে গজাবে ঘাসফুল
অথবা আশির বুড়ো ফিরে পাবে নতুন শৈশব;
নয়তো যেমনি ভাঙ্গা কন্ঠে ধ্বনি বাজে উচ্চ স্বরে!
যদি ফিরে পায় তারে এক যুগ পরে।


যদি কভু দেখা মিলে নদীর ধারে
এলো চুলে মাতিয়া রয় মাঝির ঘরে,
বর্ষার ভাগ বিতন্ডা  উপেক্ষা করে
বিজলিতে ছিটকাইয়া ওঠে
নিদ্রাহীন খড়ের ঘরে।
তখনো হৃদয় করিবে খেলা ঢেউয়ের তরে
অথবা মৌমাছির বাসা ভাঙ্গিলে যে ব্যাথা করে,
নয়তো বা চোখের জলে ছোরা খাল ফলে!
ওপারে যদি পায় তোরে এক যুগ পরে।