আলোর কদম ডুবা মাতৃত্বে
প্রফুল্ল হৃদয়ে উজ্জ্বলতা ছড়ায়ছে,
পাগল পিতৃত্বের তৃপ্তিতে বেশামাল
জ্ঞাতির উচ্ছাস আঁধারে বাড়িছে।
মধ্যাহ্নে আলোর শূলাণ অবিরাম
প্রকৃতির নির্মম ধারা সর্ব মানিছে,
আলোর ক্লেষ্ট কণিকা ক্ষরণ
আঁধার ধরিয়া যাত্রী কূলে কাদিছে।
আলোর বার্তায় জাগ্রত দেহ মন
শত বর্ষ নহে দূর, তবু করি কি এখন
অতি আনন্দে কাটেনা প্রহর ক্ষণ
ভালোবাসা দিয়ে করি যাত্রী বরণ।।
প্রিয়,
(আলো)
তোমার ছেলেটা যেন প্রকৃত মানুষের মত মানুষ হয় সেই কামনাই করি।