নেইরে আপন, নেইরে পর
নেইরে সহোদর,
এই পাগলের বাঁশির সুর'কি
চলবে জীবন ভর।
তোরা কই গেলিরে ধর
তোরা কই গেলিরে ধর!!

অনাহারে অনিদ্রাতে
নদীর ধারে ঘর,
তাহার জন্য বিন্দুসম
নেই কারো কদর।
তোরা কই গেলিরে ধর
তোরা কই গেলিরে ধর!!


ঝড়ে ভিজে রোদ্রে পুড়ে
নেই ক'ন আহার,
দুংখ কষ্টে, মনের সুখে
বাঁশির সুরে উড়ছে ঝড়।
তোরা কই গেলিরে ধর
তোরা কই গেলিরে ধর!!

রাখাল বলে মাঠে ঘাটে
শরীরে অদৃষ্ট জ্বর,
নেই ধাওয়াই এর খবর ক'ন
মনিব দিচ্ছে উল্টো চড়।
তোরা কই গেলিরে ধর
তোরা কই গেলিরে ধর!!


সকালে যায় দুপুর আসে
জ্বরে কাপে সন্ধে ঘর,
মধ্যরাতে ঘা ঝাকিছে
মৃত্যু ধরো ধর।
তোরা কই গেলিরে ধর
তোরা কই গেলিরে ধর!!

রাত পোহাতে ধরিত্রীরে
করিছে সে পর,
পেয়াদা ডাকিয়া কাদিছে
কহিলো মনিব লাগিছে একখানা কবর,
তখন কষ্টে পোষা গাভীর দুধের
খাচ্ছে মালিক সর।
তোরা কই গেলিরে ধর
শুধুই লাগিছে আজ একখানা কবর!!