কুৎসা রটায়ছে পরে
চক্ষু অন্তরালে,
দু-পুটলা বাধিয়া দে তারে
খাবে নিদ্রাহীন কবর ঘরে।

গাছকে করিয়া কাঠ
পুরিয়া চলিলাম ভ্যানে,
এক অধম মারিয়া গাড়ি
নিজেই মরিল জানে।

ডাক্তার দেখিয়া গম্ভীরে আশ্বাস
কহিল আছে প্রাণ তাজা,
কান্ড দেখিয়া বিস্মিত সবাই
কোমর মোড়ানো দু-পুটলা তার গাজা।

চক্ষু ঢাকিয়া কাদিল ডাক্তার
এ হীন মৃত্যু কে চায়,
জগৎ ছাড়িতে করিছে নেশা
এখন'ই পৌছিবে নরকে যায়।

নরক ব্যতীত স্বর্গ নাই
করিলে হীন কাজ,
মগজে লড়িছে চিন্তা
মাদক সেবীদের আজ।

মাদক ছাড়িলাম
প্রভুরে করিয়া স্বাক্ষী,
ধরনীর মাঝে বাচিতেও যেন
কল্পনায় না আনে পক্ষি,
মুখে আনিব না আর মাদকের নাম,
নিজে মরিয়া মারিবো না
অন্যের তাজা প্রাণ।


(বিঃদ্রঃ- এটি বাস্তব ঘটনা একজন মাদক সেবনকারী মোটর সাইকেল চালিয়ে মারা গেছে,  একজন ভ্যান চালককেও আহত করে,  আসুন আমরা মাদককে না বলি)