তোমারি বার্তায় হইনি বিচলিত
ভাবিলাম করিয়াছে হিয়া চল,
যখনি দৃঢতায় কহিলে সত্য
মুহুর্তেই নয়নে ভরিল জল।
ক্লান্তি ঝরিয়া গেল রাত দুপুরে
চাটাইয়ে মিশিল আরামে ঘা,
তোমারি বার্তা পড়ে চক্ষু ভিজে জল
রুদ্ধ হুতাশনে জলিল আন্ত পা।
পবনের ছোঁয়া বাধিয়া গেল ঘায়
টপ টপে ঝরিতে লাগিল তেজষ্ক্রিয় ঘাম,
তবু যেন মুছিল না ওগো "আলো"
হৃদয়ে রহিল হিয়ার নাম।
আমি আলোর মুখে শ্রবণ করিয়াছি
রণে বিজয়ের হাসি,
মোর অতৃপ্ত হৃদয় হইল ক্ষত-বিক্ষত
তবু হিয়ারেই ভালোবাসি।
আক্ষেপ নেই তবু হৃদয়ের আর্তনাদ
বাড়িল ক্ষনে ক্ষনে,
মোর অধিকার খর্ব হইল বুঝি
পনের একাদশ পঁচিশের রজনীতে।
প্রতিক্ষায় রহিবো সমাপ্তে, "অতটুকুন চাওয়া"
শ্রবণ করাইবে কি তাহা,
রণের তৃপ্ত ভোগ ও
" বি"আঙ্গনে ঘটিবে যাহা।
লেখা: ২৫/১১/২০১৫ ইং
রাত: ২টা