মানুষের মত মানুষ হও তুমি
করোনা কারে অবহেলা,
তোমারি পিছনে দেখিবে একদিন
বসেছে মানুষের মেলা ।
আজ তুমি ভাবছ যারে
গর্ব নয় সে তোমার,
পরোচনায় পড়িয়া তুমি
অসৎ এ যেওনা বিন্দু বার ।
যখনি তুমি শিখবে কিছু
কাজে লাগানোর মত,
পিছনে হবে মানুষের ঘাঁটি
হবে তোমারি কাছে নত ।
যখনি তুমি পড়িবে বিপদে
ছুটে আসবে মানুষ নিকটে,
দেখিবে চাহিয়া ব্যাস্ত তারা
তোমারি সেবায় ব্রত ।
ধন্য হয়েছে তোমারি জীবন
পূণ্যি করেছ যাহা,
তাহারি সুফল পেয়েছ আজ তুমি
দুনিয়ায় থেকে তাহা ।
তোমারি মত এত সুখি আজ
নেই কেউ একেলা,
অবশেষে বুঝিলে তুমি
দুনিয়াটাই মানুষের মেলা ।