যানিনা আমি আরবি ফার্সি
যানিনা ঊর্দু,সংস্কৃত ভাষা,
সহজে পাঠক আনন্দ পাবে
এটাই মনের আশা ।
সংস্কৃত শব্দে লিখলে কিছু
সারমর্ম হয় যেটা,
বাংলা ভাষায় লিখলেও তার
সারমর্ম হয় সেটা ।
তাহলে কেন অহেতুক লিখি
ঊর্দু,ফার্সি,সংস্কৃত ভাষা,
পাঠক কে দ্বিধা দ্বন্ধে রেখে
কিসের আনন্দ আশা ।
কলম ধরেছি লিখতে আমি
লিখবো মনের মত,
পাঠক যাতে বুঝিতে পারে
আমার মনের ক্ষত ।
তাহলে আমি স্বার্থক হব
লিখেছি যত কবিতা গান,
একদিন দেখবো বিশ্ব আমাকে
করেছে মহিয়ান ।