ছুটে যেতে ইচ্ছে করে
জন্মভূমির ধারে,
যুগ হতে পার বৎস দু'এক
বাকি আছে ওরে।
ইচ্ছেরা রোজ চিমটি কাটে
ভোমরা হয়ে ঘরে!
আবার আমি দেবো পাড়ি
পাল তোলা ঐ নায়ে,
আলো আমার আছে কেমন
চর হেয়ার এর গাঁয়ে।
বেশখানাটা চৌচালা ঘর
ছিল ঘিরে বাড়ী,
ঘাটের ধারে ছিল মোদের
নারকেল গাছের আঁড়ি-
পুকুর পাড়ের তাল গাছটি
রোজ বাতাসে লড়ে;
খেজুর গাছের রসের হাঁড়ি শুনছি আজো
চোরে নেয় যে কেড়ে।
বিলের ধারে বাকা খালের
শেষ ঠিকানা কাটাখালি,
হেথার মাঝে রয় এক মুরদ
ব্যাঙ্গ খেতাব জামাল ঢালি।
খালের কাছে গহিন বন
পশ্চিমে তার নদী;
এপাশ ওপাশ পাবে তুমি
দু'দিন হাট যদি,
বন'ন এ যে রুপকথা
ঠাকুর মার ঝুলি,
দক্ষিনে তার শাখা আছে
পূর্বে বাজার আমতলী।
হেথায় আমার শুরু ওমা
শিখছি বেবাক গুলি;
আকাশ-নদী জলপথে
যেথায় আমি চলি,
সর্বস্থলে গর্ব করে
তোমার কথাই বলি!
জন্ম আমার তোমার কোলে
কেমনে তোমায় ভুলি।