এই বৃষ্টির দিনে তোমাকেই মনে পড়ে!
মনে পড়ে তোমার বুক ছিড়ে জেগে ওঠা -
কলমি লতা, কাশফুল -কেয়াবনের কথা,
মনে পড়ে আলোর দেয় দুর্দম মর্মযন্ত্রণা:
দু'পায়ে মাথা রেখে শুয়ে ছিল নুপুর পরা পায়;
এই বৃষ্টির দিনে তোমাকেই মনে পড়ে বার বার-
তুমি কি দিবে ধরা?
আমার এই শিকল পরা ঘায়।
দু'জনে হেঁটেছি দুর থেকে বহু দুরে-
ছায়াবিহীন রোদ্দুর প্রান্তরে,
তোমারে হারিয়েই ছন্নছাড়া!
খ্যাপা হয়ে খুঁজছি;
মাঠ-ঘাট, পথ-পান্তর ছেড়ে
মেঘ মাল্লার দেশে,
পাল ভরা শ্যালক বকের ভেসে-
আমি হাঁটছি, হেঁটেই চলেছি - -
নগরীর সবকটা মেটো পথ ধরে;
ছিল যত আঁকা বাঁকা খাল,
আমি তোমারেই খুঁজেছি করিয়া শ্বেদাদ্র-
বর্তনে তুলিয়া পাল।
তুমি চির প্রভমান মদীয় বক্ষে,
এই বৃষ্টির দিনে তোমাকেই মনে পড়ে;
দুজনে কাশের মাঠে বসেছি একদিন,
সেদিন প্রথম শুনেছি মোরা বৃষ্টির গান!
সোৎসাহে ঝরছে রুম ঝুম বৃষ্টি;
সন্ধে হয়ে এল বলে ছিলে আসছে জ্বর তেঁড়ে-
শুনেছি ছাড়েনি ব্যাধি বসেছে হাটু গেড়ে।
এ অব্দি বিধুর ভিজি বৃষ্টিতে যাপিত করে ক্ষন মানব ভিড়ে
আজো রোজ নিয়ে যায় বহুদুরে স্বপ্নেরা হৃদয় ছিড়ে!
এই বৃষ্টির দিনে তোমাকেই সহস্রবার মনে পড়ে।