একদিন খুব হেসেছি দুজনে-
হেসেছি মধ্যাহ্ন থেকে সন্ধে অব্দি,
সেদিন ছিলাম দুজনে যুগ যুগ ধরে চেনা
আজ এই হেমন্তের সন্ধায় তোমারেই খুঁজছি।
অদুরে কয়ে গেছে কে যেন ডাকা মানা!
তোমারে খুঁজে পেয়েছি এক নতুন জীবন!
যে জীবনের প্রতিটি কথার পঙ্কতি-
প্রেম, ভালোবাসা, আবেগ, অনুভূতি, কল্পনা অর্থবহ।
নারী নয় আমি তোমাকেই খুঁজেছি,
খুঁজেছি যৌবনের চাকচিক্যময় এক নাবালিকা।
যে জীবন ছিল চাঞ্চল্যতায় ভরপু,
যে হৃদয় ছিল ভালোবাসার স্পন্দন,
আমি সেই অপরুপ রুপে রুপায়িত নাবালিকার খোঁজে এসেছি।
তোমাকে খুঁজতে এসে পেয়েছি এক বিমর্ষ নারী,
যে জীবনে ভরপুর দুংখ - কষ্ট, আহাজারি, আর্তনাদ
আছে তার সমস্বরে বয়সের ছাপ।
আমি বহুবার এই বহপুর এসেছি,
আর প্রতিবার আৎকে উঠেছি, তোমার ক্ষেপা স্বর শুনি,
জানি না, আজো আছে কি মম তরে হৃদয়ের চাপা স্বর?
দারুন মানিয়ে নিয়েছ, অনেক বদলে গেছ তুমি।