মায়ের আঁচলে ছিলাম মোরা
ছিলাম এক চালার তলে,
সমাজ নামের শৃঙ্খলে পড়ে
দুজন দু'দিকে চলে।
হৃদয়ের মাঝে জ্বলছে চিতা
বন্ধনের কত জ্বালা,
কেউ যদি দেখতো রে ভেঙ্গে
বুকের এ শক্ত তালা।
সাত সকালে অাঁখি মেলে রোজ
দেখিনা তোর মুখখানি,
দু'মাস ধরে থাকেনা রে বোন
টেবিলের মগে পানি।
যদিও থাকে একটু আধটু
ছোঁয়া নেই তোর হাতের,
এমনি ওমনি যেমনি খাই না কেন
তৃপ্তি মেটেনা ভাতের।