আলোর ঘরের পাশ দিয়ে যায়
জল ঘেষা ঐ পথ,
কদম বোঁটা দুলছে ধারে
দুলছে যেন নৎ।
নৎ'ন এযে কদম বোঁটা
সুরের তালে নাচে,
রোজ বিকেলে আসে আলো
কদম তলার কাছে।
নুপুর বাজে রুন ঝুনা ঝুন
মন বেয়ে যায় ভেলা,
আলোর মনে নিত্য নতুন
করে সুরের খেলা।
সুরের তালে পাখ-পাখালি
ঝপে প্রভুর নাম,
সেই তালেতে কদম বোঁটা
দুলছে অবিরাম।