সত্য আজ নির্বাসনে
মিথ্যা আছে চটকে,
ভালো মানুষ ঘুমরে কাঁদে
শয়তান যে আজ ফটকে।

সন্দেহ নেই তা নিয়ে
চলতে হচ্ছে মানিয়ে।।

মূল্যবোধ আজ বোধশক্তিহীন
মানবিকতা পথ খুঁজে,
ন্যায়ের ধ্বজা মুখ থুবড়ে রয়
ক্ষমতাকেই সব পুজে।

সন্দেহ নেই তা নিয়ে
চলতে হচ্ছে মানিয়ে।।

গুম হয়ে যায় দেশের মানুষ
যখন তখন যথা তথা,
নেশার জাল ছড়ায় দেশে
নেই যে কারো মাথাব্যথা।

সন্দেহ নেই তা নিয়ে
চলতে হচ্ছে মানিয়ে।।

প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়
সব পরীক্ষায় সবস্তরে
কেউ ভাবে না সমস্যাটা
গুরুতর বা মস্তরে ।

সন্দেহ নেই তা নিয়ে
চলতে হচ্ছে মানিয়ে।।

অহঙ্কারীর হয় না পতন
চলে সে বুক ফুলিয়ে,
অবৈধতায় জমায় রতন
অন্যায়ে সব গুলিয়ে।

সন্দেহ নেই তা নিয়ে
চলতে হচ্ছে মানিয়ে।।


খাদ্যে ভেজাল; যায় না খাওয়া
ঔষধেও তো ভেজাল আজ,
ভেজাল চিন্তায়, মন-মননে
আসল চেনা শক্ত কাজ।

সন্দেহ নেই তা নিয়ে
চলতে হচ্ছে মানিয়ে।।

বেগের কাছে আবেগ হারা
অনুভূতি অসার রয়,
স্বার্থ -টানে সবাই ছোটে
নিরীহদের প্রাণের ভয়।

সন্দেহ নেই তা নিয়ে
চলতে হচ্ছে মানিয়ে।।

চেতনা আজ গৃহবন্দি
ইতর-বিশেষ সংজ্ঞাতে,
সবাই সাজায় নিজের মতো
স্ব স্ব তরী রঙ্গাতে।

সন্দেহ নেই তা নিয়ে
চলতে হচ্ছে মানিয়ে।।


তঃ



কিন্তু বলো কতোদিন আর
'মানিয়ে চলা' চলবে?
ছাইচাপা এই আগুনটা কি
আচমকাতে জ্বলবে ??

##২০১৪০৫১৭##