মনে পরে সেই দিনটির কথা
যা দিয়ে ছিলে আমার কলে রেখে মাথা।
দিয়েছিলে অনেক কথা।
আমার সব মনে আছে, আর থাকবে সব সময় ,
তুমি কথা ছিলো তা রাখা হয়নি তোমার।
যদি কেউ প্রশ্ন করে যে,
কি কথা ছিলো?
সেই সোনালী গোধূলি লগ্নে
তুমি বলতে পারবে?
কিন্তু আমি সব রেখেছি অন্তরে সেজে-গুছে।
তুমি যা কখনো তোমার হৃদয়ে স্পর্শ করতে পারনি
তা আমার নিত্য দিনের সঙ্গী।
যান তুমি সেটা কী?
তা হলো তোমার দেওয়া কষ্ট ।
তুমি আমার কাছে এক রত্তি ও কি পেয়েছ কখনো
কোন দিন, দিয়েছি কী তোমায়?
জানি তা তুমি বলতে পারবে না কখনো
করন কষ্ট আমি কখনো দিতে পারিনি তোমায়।
যা শুধু দিয়েছো আমায়।
জনো্ত মানুষ ভালোবেসে নাকি সব পায়,
আমি বলি তা সঠিক নয়-
ভালবেসে কেবল মাত্র কষ্ট ছাড়া-
আর কিছু নাহি রয়।
তুমি দিয়ে ছিলে কথা –
আমার কলে রেখে মাথা,
আজ সব কিছু গেছে হারিয়ে,
আমায় সাড়া জনমের জন্য কাঁদিয়ে ।
কথা ছিলো, হবে আমার বধূ.....
সেই কথা তোমার মনে নেই,
আছো তুমি মহা সুখে পরের ঘরে,
আমায় একান্ত এক দুঃখ দিয়ে।