আমি হয়তো আপন নই,
আপন হলে আমার কথা মনে পড়তো
আমি আপন হলে তোমার মনের মানুষ হতাম
আমি হয়তো আপন নই,
আপন হলে তোমার স্বপ্নের মধ্যে আসতাম।
আমি হয়তো আপন নই,
আপন হলে তোমার কাছে যে কোন সময় আসতে পারতাম
যা চাইতাম, তাই নিজের মনে করে নিতে পারতাম,
তুমি আমাই তা কখনো ভাবনি,
দিয়েছ আমায় তোমার মন থেকে ঘৃনা, প্রবঞ্চনার।
আমি হয়তো আপন নই,
আপন হলে তোমার কাছে ভালোবাসার মানুষ হতাম
আপন হলে কথা দিয়ে তুমি কথা রাখতে ।
বেইমানের মতো তুমি আমাই কষ্ট দিতে না।
কষ্ট দিলেও তা পরে এসে বলতে,
“ভূলটা আমাররী ছিলো”
সারাজীবন ভর ভূল করলে তা হয়তো.....
তুমি নিজে জেনে শুনে আমায় আঘাত দিলে,
আমি হয়তো আপন নই।
আমি হয়তো আপন নই।