তোমার পালিত মরুভূমিতে
যে নদীর পিছে আমি ছুটে চলি
তা শুধুই মরিচিকা।
তোমাকে ভেবে
আমার রাতের ঘুম ঘোড়ার পিঠে
তোমার তৈরি মরুঝড়ে বিধ্বস্ত।
ক্লান্ত পথিক আমি
ছায়া ভেবে যেখানে আশ্রয় নেই
সেও তোমার পোষা সাপের ফণা।
গিলে খায় সে
আমার মস্তিষ্ক, হৃদপিণ্ড, দুটো চোখ
এরপর গোটা শরীর।
শোনো, তোমার ঐ পোষা সাপকে বলে দাও
সে আমার অস্তিত্ব খেলেও
আমার অনুভূতিকে খেতে পারবে না।
তোমার প্রতি আমার যে ঘোর
তা কাটবার নয়
তা আজন্ম কালের জন্য।