এই দেশ আর রূপসী বাংলা নয়
খোলা জানালায় এসে বসা দোয়েল
বুঝে গেছে রাত্রির কালো ছায়ায়
শকুন গিলে খায় আয়ু।
শাপিত সময়- অসহায় চোখ
দুর্বার ডগায় জমে থাকা অশ্রু
ভাঙা লাল চুড়ি
বিরহী আর্তনাদের কথা বলে।
ঘাসের চাদরে বিধ্বস্ত ফুল
দুই চোখ ভরা মৃত্যু নিয়ে
অভিশাপ দিতে দিতে ঘুমিয়ে পড়ে
তাকে এবার শান্তিতে ঘুমাতে দাও।