আমার নিঃশ্বাসের শব্দে যদি
তোমার ঘুম ভেঙে যায়,
তবে এই শ্রাবণের শেষে
হারিয়ে যাব,
মিলিয়ে যাব নীল রঙের
জোছনা ধারায়,
কথা দিলাম।

বন্দি হওয়া স্বপ্নগুলো যদি
মাঝ রাতে তোমায় কাঁদায়,
তবে এই ভোরের শুরুতে
নির্বাসনে পাঠাব,
ভাসিয়ে দেব সাগরের জলে
উত্তাল তরঙ্গে,
কথা দিলাম।

বেখেয়ালি ইচ্ছেগুলো হঠাৎ যদি
তোমার দরজায় কড়া নাড়ে,
তবে এই পবনের স্রোতে
বেঁধে দেব,
ভগ্নদৃষ্টি নিয়ে তাকিয়ে রবো
তোমার পানে,
কথা দিলাম।

তবু কথা দিলাম,
নিঃশ্বাসটা থামিয়ে দেব
শ্রাবণ শেষ না হতেই!
বেদনার নীল রঙে
গা এলিয়ে মিলে যাব,
শুধু তুমি ঘুমিয়ে থেকো।
আর অপেক্ষা কর
শেষ রাতের প্রত্যাবর্তনের।

তবু কথা দিলাম,
স্বপ্নগুলো চশমাবন্দি করব
রাত শেষ না হতেই!
সাগরের উত্তাল তরঙ্গে
অসময়ের ভেলায় ভাসিয়ে দেব,
শুধু তুমি একটু হেসো।
আর যতনে রেখো
শেষ বিকেলের চিঠিটা।

তবু কথা দিলাম,
ইচ্ছেগুলোর আত্মাহুতি দেব
দরজায় কড়া না নাড়তেই!
দিগন্তপানে তাকিয়ে রবো
বেঁধে দেব অসুখের দড়িতে,
শুধু তুমি ঘোরে থেকো।
আর পবনের স্রোতে
এলোচুলে বসে থেকো,
কথা দিলাম
আর শুধাব না
এই বেমানান "ভালবাসি" কথাটা,
কথা দিলাম, কথা দিলাম।


৫ মে, ২০১৬