কোন সে বীণা বাজিছে এ ক্ষণে?
গগনে গগনে মৃত্যুল্লাস
মায়ারা ব্যস্ত ক্রন্দনে,
তবু মনে মনে
হাজারো শাপে ডুবিছে ধরা
কোন সে ক্ষণে?
জানিনে তবু, মনে মনে।
আজি বস্রহীনে চরিত্রারাণী
সম্ভ্রম হারায়ে, এ কুলে দাঁড়ায়ে,
শত শত আবর্জনা দুয়ারে দুয়ারে
মায়ারা ব্যস্ত ক্রন্দনে।
ও কুলে বাঁধিছে বাসা,
ভালবাসা, তবু হাসিছে হাহা
নাহি জানে আসিছে ঝড়
বিচার হইবে চরিত্রাহীনাদের।
আজি নাহি মায়া ব্যস্ত ক্রন্দনে
জানি হে কবি, মনে মনে।


৩১-০১-১৭