এই শহরের শ্রোতারা আমাকে বোবা ভাবে,
অথচ আমি বলতে পারি অনর্গল।
বলে যেতে পারি এই শহরের ইতিহাস,
বলতে পারি, এই শহরের উত্থানের কথা,
এক বৃষ্টি বঞ্চিত দিনে এর পতনের কথা,
কিভাবে তুমি হতে তোমরা হলে।
তবুও তাঁরা আমাকে বোবা ভাবে!


এই শহরের দর্শকরা আমাকে অদৃশ্য ভাবে,
অথচ আমি চিরায়ত দৃশ্যমান প্রেমিক।
দেখিয়ে দিতে পারি এই শহরের গণকবরগুলো,
দেখাতে পারি, দয়ালু ডাকাতের খুনের দৃশ্য,
এক নিষ্পাপ হৃদয়ে ঘৃণার বিষ ঢুকার দৃশ্য,
কিভাবে তোমরা ডাকাত হতে নেতা হলে,
তবুও তাঁরা আমাকে অদৃশ্য ভাবে!
অথচ আমাকে বিক্রি করার দায়ে
তাঁদের কোনো শাস্তি দেওয়া হয়নি,
আমি কিংবা তোমাদের পক্ষ থেকে।
অথচ আমাকে কেঁটে টুকরো টুকরো করা হয়েছে,
তবুও তোমরা নিশ্চুপ ছিলে, নির্লজ্জের মতো চেয়েছিলে!
তোমাদের বাঁচিয়ে রাখার প্রতিদান বুঝি এই?"



০৪-০২-১৮, রবিবার