জানি না কি জীব তুমি,
তবু তোমাকে হৃদয়ে রেখেছি।
হৃদয়ে থাকিয়া মারলে তুমি ছুড়ি,
সেই ছুড়িতে আঘাত প্রাপ্ত আমি,
যার বলে চলিতেছে দেহ,
সেই ভেঙ্গে দিল বল,
ভাঙ্গা বল নিয়ে লোকে দেয় খোটা,
সমাজে বেঁচে থাকা হয়েছে বৃথা।
প্রেমপূর্ন নয়ন মেলিয়া,
তাকে দেখি দুচোখ ভরিয়া।
ভরে না তবু মন,
শখরা বলে চল সত্য ও ধর্মপথে,
ঠিকি তোমার স্বপ্ন পূরণ হবে।
আর নেই কোন স্বপ্ন,
যেটা ছিল সেটা হলো না পূর্ণ।
কি আর করব দেখে স্বপ্ন।
আর নেই স্বপ্ন, আর নেই আসা।
তোমাকে নিয়ে থকবে আমার সমস্ত ভালবাসা।