পৃথিবীটা কত বিশাল কিন্তু থাকতে পারবোনা
সবাই একদিন চলে যাবে ফিরে আসবেনা।
মৃত্যুর পরে আমায় ধরে পরনের পোশাক খুলবে,
আমাকে গোসল করিয়ে, কাফন পরিয়ে, নতুন বাসগৃহের দিকে চলবে।
আমার ব্যক্তিগত জিনিস হবে অন্য কারো,
আমি হারাবো আমার অধিকারও।
এই বিষয়ে আমি নিশ্চিত আছি হায়!
এই দুনিয়ার ছুটে চলা থেমে যাবেনা তায়,
আমার যাবতীয় কাজকর্ম চলে যাবে অন্যের আওতায়।
আমার যত বন্ধু-বান্ধব পরিবার-পরিজন, সবাই আমাকে ভুলে যাবে চিন্তা কর হে মন।
আমার নিকট থেকে ধন-সম্পদ হয়ে যাবে নিঃশেষ
আমার নিকট থেকে যাবে ভালো কি মন্দ আমল বিশেষ।
শুরু হবে আমার নতুন জীবনের বাস্তবতা
যা পবিত্র কোরআনে আছে গাঁথা।
এজন্য তাই, ফরজ ইবাদতগুলোর প্রতি যত্নবান হওয়া চায়।
গোপন সদাকাহর প্রতি গুরুত্ব দেওয়া চায়।
ভালো কাজের প্রতি উৎসাহ থাকা চায়।
যেন আমি আখেরাতের আজাব থেকে নিজে নাজাত পায়।