তখন আছিলো শ্যাখের আমল।
অল্পদিন হইল দ্যাশ স্বাধীন হইছে।
অভাব আছিলো সংসারোত,
কিন্তু মনত অংয়ের কমতি নাই।
নয়া দ্যাশ বলি কতা।
হঠাৎ শুনি, এন্ডিয়া বলে পদ্মা নদীত বাঁধ দিছে,
নাম তার ফারাক্কা!
তখন বুঝি নাই ভাসানী ক্যানে ভাষন দেয়,
“নদী বাঁচাও, দ্যাশ বাঁচাও”।
এই যে তিস্তা দেখিচ্ছে,
এটা কী আগোত এনতোন আছিলো?
তখন তিস্তা নদীর কী শিয়ান!
বাদাম টানা নৌকাত করি হাটত যাং,
হাতীবান্দার বন্দরত।
বৈরালী মাছ ব্যাঁচে সদাই কেনোং,
আইজ কোনটে বৈরালী মাছ, আর কোনটে তিস্তা।
হামার কপাল আর তিস্তা-
দুই তলে গ্যালো গজলডোবার পানিত।
আইজ হামার নাম তোমা দ্যান মঙ্গা,
মঙ্গা বানাইছে কায়?
আল্লা না ওই গজলডোবার বিরিজ খান?
আইজ এক বস্তা তেরানের চাউলের সাথে
যখন হাজার বস্তা ভাষণ আনেন,
তখন মনটা চায়-তিস্তাত ডুবি মরং।
কিন্তু তিস্তাত আইজ পানি কোনটে?
আছে পানি, কিন্তু আষাঢ় মাসত।
তখন পানি দিয়া হামা কী করি?
গেরামের পর গেরাম তলে যায়
মমতার হুকুমে।
সিংগীমারী থাকি গঙ্গাচড়া
বাদ থাকেনা কোন গেরাম।
মুই আমিলীগ বোজোংনা, বিএনপি বোজোংনা,
কাঁটাতার, বিএসএফ, কংগ্রেস বোজোংনা।
মুই খালি বোজং তিস্তা।
যেই তিস্তা মোর শিয়ানের তিস্তা।


রাত ১২ টা ৪৬
২৬ জুলাই, ২০১৭
সিলেট।