যে একা, জন বিচ্ছিন্ন,
সে চায় অপার জনপ্রিয়তা,
যে ক্লান্ত জন নন্দিত,
সে খোঁজে অরণ্যের নির্জনতা।
যে অখ্যাত,
সে যেন প্রচারমনা,
যে কীর্তিমান,
লুকিয়ে রাখে সে খ্যাতির বিড়ম্বনা।
যে মুক্ত বিহঙ্গ,
চায় সে সোনার খাঁচা,
যার পায়ে শিকল বাঁধা,
সে বোঝে, স্বাধীনতাতেই বাঁচা।
যে কৈশোরে,
সে হতে চায় পরিনত,
যে বেলাশেষে,
তার স্মৃতি রোমন্থন নিয়ত।
যে ধনহীন,
সে ভাবে, প্রাচুর্যে নির্বাণলাভ,
যে বিত্তশালী,
উপলব্ধি তার, বৈভবেই সব মনস্তাপ।
এ জীবন যেন এক
প্যারাডক্স-প্রহেলিকা,
কৃষ্ণ বিবরে পতনের আগে;
ঘটনা দিগন্তে,
জ্বলতে থাকা এক শিখা।

সকাল ৯টা ২২
সেপ্টেম্বর ১৭, ২০২৩
সিলেট।