মহাকালের তরঙ্গ বাজে নিউরনে।
এ কি দূর এন্ড্রোমিডার শব্দকথন?
এ কি পৌষের শিশিরের আর্তনাদ,
লক্ষ্মীপেঁচার হৃদয়ের রক্তক্ষরণ?
এ কি পতঙ্গের স্বপ্নের ছায়াসঙ্গী,
ঘুম ভাঙলেই মিলিয়ে যাবে নিমিষে-
শিমুল তুলোর মতন।
এ কি পিরামিড কৈলাশের কান্না?
প্রত্নতাত্ত্বিক ইতিহাস যার অমানিশা।
ঝরা পালকের মত খসে যাবে একদিন
মহাপৃথিবীর সব গাঁথুনি,
কর্পোরেট লালাতে যাবে ভেসে মৃত্তিকা,
আমাজন আর সব বনভূমি।

দুপুর ১ টা ৫০
নভেম্বর ১৮, ২০১৯
সিলেট।