একদিন ছুটবে বলে-
থাকো ডুবে নিজের গহীনে,
একদিন উড়বে বলে-
কেটে দাও নিজেরই ডানা।
একদিন আশা জাগানিয়া গল্প বলবে বলে-
আজ হাপিত্যেশ করো,
একদিন গাঙচিল হবে বলে-
আজ হৃদয় শুকিয়ে করো মরা গাঙ।
একদিন নীহারিকার স্বপ্ন হবে বলে-
আজ দুঃস্বপ্নের ক্যানভাস সাজাও,
একদিন সৌরকেন্দ্রে রবে বলে-
আজ অচ্ছুৎ গ্রহের চারদিকে আবর্তন করো।
তবুও, তবুও ভীতিগ্রস্ত হয়োনা।
কেননা, ভীতু আর ভীতিসঞ্চারী,
না পারে ডানা মেলতে, না হতে পারে গাঙচিল।
মরে মরে বেঁচে থাকে আজন্মকাল।

রাত ১২ টা ২০
নভেম্বর ১৪, ২০১৯
সিলেট।