লিখছি আমি লতাপাতা
লিখছি পাখির ছানা,
শুধু লিখি না, শিক্ষা নিয়ে;
সেটা লিখতে নাকি মানা।
খুঁজে চলি হারানো গরুকে
খুঁজি রাতের তারা,
শুধু খুঁজি না আঙুল ফুলে
কলাগাছ হলো যারা।
পড়ি আমি ঠাকুমার ঝুলি
পড়ি ধনতন্ত্র-পুঁজি,
পড়তে গেলে 'অসঙ্গতি'
তখন দুচোখ বুজি।
কাঁদতে বললে, অবিরাম কাঁদি
হাসতে বললে হাসি,
সব ডুবে যায়, তবু করি অভিনয়
যেন খড়কুটো'র মত ভাসি।
দেখছি যত এক্সিবিশন
ক্যানভাসে আঁকা নদী,
শুধু দেখি না, হয় লোপাট
অভাগা দেশটা যদি।
ভেঙে দেই, সম্পর্ক থেকে
অবয়ব পৃথিবীর,
শুধু ভাঙি না, তিলে তিলে গড়া
চিন্তার সীমানাপ্রাচীর।
সকাল ৯টা ৩৭,
সেপ্টেম্বর ০১, ২০২১,
হাতিবান্ধা।