কারো চোখে বিপ্লবী আর কারো চোখে সন্ত্রাসী;
সন্ত্রাসী আর বিপ্লবী,
একই বিষয় ভিন্ন দেখার
পদ্ধতি কী পদ্ধতি?
তোর যে কিনা চক্ষুশূল,
তাকেই দেখিস আমার হৃদয়
চোখের মনি, চোখের মনি।
আমার আলো যে জ্বালালো,
তোর চোখেতে সেই আলোটাই
ঘোর অশনি, ঘোর অশনি।
যারা আমার ভাসানী আর তিতুমীর,
তোর চোখেতেই তারাই আসল
শত্রু শিবির, শত্রু শিবির।
আমার যারা রফিক, শফিক, নুরলদীন,
তুই কেবলই গুনিস তাদের
মৃত্যুদিন আর মৃত্যুদিন।
আমার হৃদয় নিংড়ে আসা ঘৃণাটা আজ,
তোর মাথাতে দিবারাত্রি
ফেলছে যে বাজ, ফেলছে যে বাজ।
মজুর-মুটে, হৃদয় ছুটে, বীরসেনানী,
তুইই কিনা ডাকিস তাদের
"এই হারামি, এই হারামি।"
তুই হাদারাম, তুই বুড়োভাম, শিরদাঁড়াহীন,
সাপের মত নাচ জুড়ে দিস
বাঁজলে যে বীণ, বাঁজলে যে বীণ।
কাঁপিয়ে আকাশ আসবে তাঁরা, ভাঙবে যে বাঁধ,
অপেক্ষা কর, গুড়িয়ে দেবে,
তোর কালো হাত, তোর কালো হাত।
রাত ২ টা ৫২
জানুয়ারি ২, ২০১৯
সিলেট।