বন্ধু তোমার লাগী বসে আছি
এ নদীর বাঁকে।
ফিরে এসো বন্ধু আমার লাগী
এ মায়া লোকে।
বন্ধু তোমার পথ চেয়ে আছি
এ নিরব নির্ঝনে।
ফিরো এসো বন্ধু আমার লাগী
এ ধারা ধামে।
বন্ধু তোমার লাগী একা আছি
এ সাঁঝের বেলাতে।
এসো নদী তরঙ্গে নুপুর বাজি
এ হৃদয় ক্ষণতলে।
ফিরে এসো বন্ধু অভিমান ভুলি
এ হৃদয় তানপুরে।
বন্ধু তোমায় ছাড়ি কষ্টে আছি
হৃদয় পুড়া গন্ধে।
বন্ধু তোমার প্রতিক্ষায় বসে আছি
এককী মায়া লোকে।
বন্ধু তোমার লাগী একা আছি
এ নদীর বাঁকে।