ঋতু চক্রে শীত আসে
হেমেন্ত রূপ বদল শেষে।
শীত আসে পৌষ মাঘ জুড়ে
সরিষা ফুলের মৌ মৌ গন্ধে।

শীত আসে খেঁজুর রসে
পীঠা পুলির উৎসবে।
শীত আসে ঘন কুয়াশার
চাদরে শৈত্যপ্রবাহে।

শীত আসে কৃষকের রোবো চাষে
ক্ষেত জুড়া রবি শষ্যা আবাদে।
সূর্য্যমুখির হলুদে ভরা বাহারে  
মটরসুটির লতায় রাখালের সুরে।  

শীত আসে আবহমানকাল
বাংলার ঋতু বৈচিত্রে।
গ্রাম গঞ্জে জেঁকে বসে
শীত লেপ তোষক জুড়ে।

শীত আসে মাঘ ফাল্গুন
রূপবর্তী করতে গাছে গাছে।
ঝরা পাতার ডালে ডালে
কচি পাতার বাহারে।

শীত আসে আম্র মুকুল কাননে
মৌ মাছির কুঞ্জনে মধু সংগ্রহে।
আসে শীত বসন্তের ডাহুকে
নতুন দিগন্ত সাজাতে।