কবে কোন দিন
তোমার আঁখিপানে দৃষ্টি পড়েছিল আমায়
হৃদয়ে ব্যাকুলতা বিনিময় হয়েছিল মায়ায়
বল কোন দিন ?
কোথায় ছিলে কখন
তোমার হাতে মেহেদি রাঙ্গিয়েছিল লাল
রাখি পরিয়ে বেনারশি জড়িয়েছিলে কাল
কি ছিলে তখন ?
বল না আমায়
জন্মেছিলে আমার সুখে এ বঙ্গ বুকে
এনেছিলে অনাবিল সুখ সিন্দু ছিকে
চলো না হারায় ?
তুমি মায়াবি তাই
ক্ষনিকের দর্শন মেলে হারিয়েছি হাওয়ায়
উত্তল করা ঢেউ তরঙ্গ মাতাল করে হৃদয়
তুমি আমি একাই ?
আরো ছিল বলার
সব কিছু শেষ হয়েও হয়ছিলনা ভালবাসার
যা কিছু দেখেছি হয়নি ছলনা বিন্দু মাত্রার
তাই ছিল আমার ?
তোমার নিরবতায়
প্রথম যেদিন দেখিছিলাম তোমায়
সেদিন তোমার নিরবতা ভেঙ্গেছিল আমায়
ঠিক তাই না বল ?
বলতে চেয়েছিলাম
বলতে চেয়েছিলাম কিছুই বলতে পারেনি
তোমার হরিণ চোখে পথ ভ্রষ্ট্র হয়েছিল আমার অনুভুতি
ঠিক বলেছি না বল ?