আজ কাল সবকিছু কেমন যেন মিথ্যা হয়ে যাচ্ছে
নিঃশেষ হয়ে যাচ্ছে সত্যের জয়যাত্রা,
সত্যের কাছে কেমন যেন মিথ্যার বিপ্লব ঘটে
মৃত্যু হচ্ছে সত্যের জয়যাত্রা।
আজ কাল সত্যের জয়যাত্রা ফুরিয়ে যাচ্ছে
মিথ্যা চিটিং আর ধান্দাবাজদের তদবিরে কাছে
সত্য যেন মুখ থুবড়ে পড়ে গালমুখ দিয়ে
রক্ত রণ হয়ে ধুকে ধুকে মৃত্যুবরণ করছে সত্যতা।
আজ কাল মিথ্যার রাজ্যে সত্য কুলুষিত হয়ে যাচ্ছে,
মৃত আত্মার মতন উড়ে বেড়াচ্ছে সত্য শুভশক্তি
কিন্তু কোথাও পাত্তা পাচ্ছে না অশুভ শক্তির রাজ্যে
ঘুন পোকার মত কুরে কুরে খাচ্ছে সত্য নামক বাক্য।
আজ কাল রীতি-নীতি আদর্শ নৈতিকতা বই পুস্তকের
পাতায় চাপা পড়ে যাচ্ছে, আলোকিত হচ্ছে না পৃথিবী ।
পেশি শক্তি আর অশুভশক্তির গন্ধে বাতাসও দুষিত হয়ে যাচ্ছে
রাজনীতি আর অযোগ্য ব্যক্তির নেতৃত্বে জন্ম নিচ্ছে কুলাঙ্গার শিশু।
আজ কাল নৈতিকতা শিক্ষার অবক্ষয়ে পিরামিডে
লাশ হয়ে শুয়ে আছে সাদা কাফন জড়িয়ে সত্য নীতিকথা,
গন্ধ ছড়াচ্ছে বেওয়ারিশ লাশ, দূষিত হচ্ছে বিশুদ্ধ বাতাস,
হারিয়ে যাচ্ছে প্রকৃতির বুকে জন্ম নেওয়া বৈচিত্রময়।
আজ কাল মানব জাতির মিথ্যা বিষক্ত ছোবলে
হিংসা বিদ্বেষ, হানাহানি করঘাতে ধ্বংস হচ্ছে
মায়া মমতা স্নেহ ভালবাসা আর শ্রদ্ধাভরা সম্মান,
জন্ম নিচ্ছে ধর্ষিতার গর্ভে ব্রণ কলংকিত ইতিহাস।
আজ কাল প্রেম ভালবাসা অনৈতিক কর্মকাণ্ডে
কলুষিত হয়ে পাপাত্মায় নিক্ষেপ হচ্ছে নরক,
পবিত্র প্রেম অপবিত্রতার ছোঁয়ায় ফিরে যাচ্ছে
স্বর্গ হতে আসা নরক নামক রাজ্যে।
আজ কাল এজলাসে সত্যকে হত্যা করে
মিথ্যা স্বাক্ষয় প্রমাণিত হচ্ছে দোষী সাব্যস্ত,
নির্দোষ আসামী খাটছে জেল হাজত, দিনের পর দিন
বেকুশল খালাস পাচ্ছে অপরাধী সাজানো অভিনয়।
আজ কাল টাকায় হচ্ছে না কি- নয়রে ছয়, ছয়রে নয়
সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য হচ্ছে দিন রাত।
সম্ভাবকে অসম্ভাব, অসম্ভাবকে সম্ভাব হচ্ছে তাৎক্ষনিক
ভালকে মন্দ আর মন্দকে ভাল বলছে সাধু সন্ন্যাসী তাই।