যাকে দেখিনি কভু
শুনেছি পুষ্পগন্ধিত নাম
তার অন্বেষণে পাঠাইলাম পত্র
জানি না পাব কি তার দাম?

ওগো রমনী লিখবে কি?  
তোমার কোমল হাতের
পরশে খোদাই করা
পত্র মিতালী খানি।

তোমার কাংঙ্খিত পত্রের
প্রত্যাশাই লিখিলাম মোর ঠিকানা
পত্র লিখতে যেন ভুলো না।