এই মাত্র ফুল ফুটলো
আষাঢ় বলল আমার পরশে কদম ফুটলো
কেয়া কলমীলতা পানিতে ভেসে উঠলো।

এই মাত্র ফুল ফুটলো
ফুটা ফুটা বাদলে সজীব হয়ে উঠলো
কুড়িগুলি মুক্ত হেসে খোলস খুললো।

এই মাত্র ফুল ফুটলো
মাটির বুক আঁকড়ে থাকা ঘাসগুলি হাসলো
খাল বিল প্রাণ সঞ্চার হয়ে ঢেউ তুললো।

এই মাত্র ফুল ফুটলো
আকাশ গর্জনে ঘর্ষণে কালো মেঘাচ্ছন্ন করলো
সাদা সাদা মেঘে বকের সারি উড়াল দিলো।

এই মাত্র ফুল ফুটলো
ব্যাঙের ঘ্যানোর ঘ্যানোর শব্দে আঁধার নেমে আসলো
বিন্দু বিন্দু বাদল কচুর পাতা জুড়ে মুক্তদানা হয়ে উঠলো।

এই মাত্র ফুল ফুটলো
শিউলী বকুল চামেলী হেসে মাধবী লতা ফুটলো
ফুটলো শিহরণে ডায়েরী পাতার স্মৃতিগুলো।

এই মাত্র ফুল ফুটলো
আষাঢ় জাগলো শ্রাবণ ধরলো বাদল দিন এলো
ফুটলো ফুল কানন শাঁখে প্রকৃতি রূপ বদলালো।

এই মাত্র ফুল ফুটলো
আষাঢ় বলল আমি আছি তাই ফুলগুলো ফুটলো
প্রকৃতি রূপ বদলালো খাল বিল যৌবন পেলো।