একটু দাঁড়াও রোদেলা
তোমায় দেখি পরক্ষে।
দূর্বা ঘাসের ডগায় তুমি
সোনা যেমন ঝরাও বৃক্ষে।  

একটু দাঁড়াও রোদেলা
পূর্বাকাশে রবি জেগেছে
রাঙ্গা আভা কিরণ মেলেছে
উষ্ণ জমিন তপ্ত হয়েছে।

দাঁড়াও রোদেলা
পৌষ নেমেছে শৈত্য প্রবাহে
উষ্ণতা দাও দিনের বেলাতে
আঁধার করো আলোকিত রজনীতে।  

যেও না রোদেলা
মাঘ আছে বাকী ফাগুনের পালাতে
চৈত্রের চৌচির ফুলকি ঝরা খরাতে
বৈশাখ বাকী ঘুর্ণি হাওয়া বইতে।

জেগে উঠো রোদেলা
ঘাম ঝরা কৃষকের গায়ে
আম কাঁঠাল পাকা বাগে
জৈষ্ঠ্য এসো বৈশাখ শেষে।

এসো হারায় রোদেলা
এখনো দ্বিপ্রহর হয়নি তপ্ত রোদে
সূর্য হেলে আছে পূর্বাকাশ কোণে
টইটুম্বর হয়নি খাল বিল আষাঢ়ে।

চলে এসো রোদেলা
খাল বিল টইটুম্বর হয়নি
খলসে মাছ সাঁতার কাটেনি
বারি ধারা শ্রাবণ পড়েনি।

রূপ বদলাও রোদেলা
শুভ্র শুভ্র মেঘ আঁকা কাঁশবন
রোদ বৃষ্টি খেলায় ঘাস বন
ভাদ্র দাপিয়ে আসছে আশ্বিন।

রোদেলা দাঁড়াও রোদেলা
শীত শীত আমেজ লেগেছে গায়
খেঁজুর রসে গুড় পাটালি বানায়
কার্তিক রোদ্রে অগ্রহায়ণ জানায়।

দাঁড়াও রোদেলা দাড়াও-
তোমায় দেখি পরক্ষে
সোনা ঝরা রোদ্রে-
তুমি আমি একত্রে।