পৃথিবীর নাট্যশালায়
জীবন দৈর্ঘ্য পূর্ণ ভ্রাম্যমান চলচ্চিত্র যাত্রা
স্বল্প সময়ে যে মানব অভিনয়ে যত স্মার্ট
সে পৃথিবীর মহানায়ক, সুদ অভিনেতা।
যে প্রেম ভালবাসায় পবিত্র সে অতিশয় বোকা
ভ্যালেন্টাইন্স ডে তার জন্য নয়,
মাটির সুঘ্রাণ তাকে কাঁদায়, নিরব যন্ত্রণা।
পৃথিবীতে বেঁচে থাকার অধিকার তার নেই।
যে কলংকের কালিমা মাখিনি,
নারীর প্রেম সংগম করিনি, সে সুপুরুষ নয়
পৃথিবীর নাট্যশালায় সে সেরেস্তাদার।
যোগ- বিয়োগ, গুণ- ভাগ
সুদ-আসল, হিসাব- নিকাশ,
যে মানব করেনি সে মহাজন নয়
ক্রেতা না হয় বিক্রেতা।
কালের যাত্রায় যে আদম পাশ করেনি
পৃথিবীর সাদা চাদর তার বেডে নাই।
যে ঘাত-প্রতিঘাতে বেড়ে ওঠেনি
সে অভিনেতা নয় পৃথিবীর নাট্যশালায়
সে একজন দর্শক।