কি আশ্চর্য! হঠাৎ হৈ-চৈ তুমুল কাণ্ডে
বললে --- না, থাক।
যেখানে জীবনের নিরাপত্তা নেই
সেখানে প্রেম-ভালবাসার মূল্যও নেই।
আসলে কি জান? প্রেম-ভালবাসা
এখন জীবনের সংক্ষিপ্ত গল্প।
যার প্রারম্ভিকতা শৈত্য প্রবাহের
কুয়াশায় ভিজে ভিজে পবিত্র হওয়া
আর নিঃস্ব সমাপ্ত মদ্যপানে বা সিদ্ধির আসরে
পুড়ে পুড়ে সিগারেটের এ্যাস্ট্রে।
অবশিষ্ট থাকে চিতার মত
অসহ্য স্মৃতি নতুবা
আগ্রার তাজমহল স্মৃতি ফলক।