সোনালী আমার হৃদয় সুরভীত ফুল।
আমার হৃদয় আজ বাগ,
বাগে একরাশ বর্ণহীন সুগন্ধী সৌন্দয্য-
শ্রেষ্ঠতম অঝর একটি ফুলের রাণী তুমি।
আমি আজ ভ্রমর, আমি প্রজাপতি,
চুপটি করে বসেছি পূর্ণগ্রাস করি।
সোনালী আমার হৃদয় স্পন্দন কল্পনা,
হৃদয় স্বপ্নে টইটুম্বুর-।
সোনালী আমার পূর্ণিমার উজ্জ্বল উদ্বীপ্ত চাঁদ।
হৃদয় স্বপ্নীল আকাশ, আকাশে লক্ষ কোটি নক্ষত্রের,
অনির্বান অনাবিল নীলিমা গহ্বর তুমি।
সোনালী আমার হৃদয় আলোক রশ্মি।
হৃদয় দিবাকর, নিশি লগ্ন
প্রদীপ্ত রাঙা সোনালী ঊষা তুমি।
সোনালী আমার হৃদয় সোনার ফসল।
রবি শষ্যার সুনাম ধন্য প্রদর্শনী ক্ষেত।
কৃষকের হাসি বরণ ফসলের অনুরুপ তুমি।
সোনালী আমার হৃদয় জলোচ্ছ্বাস প্লাবন।
আমার হৃদয় আজ প্লাবিত সমতল ভূমি-
ভয়াবহ বানে হারিয়ে গেছে সবি।
আমি কুল হারা সীমাহীন নদী,
আমার ব্যাকুল বক্ষে ঢেউ খেলছে তোমার অফুরান্ত স্মৃতি।
সোনালী আমার হৃদয় সর্বনাশা জ্বলন্ত অনল।
আমার সুসভ্য পবিত্র হৃদয় প্রেম বহ্নিতে ছাঁই,
শুধু প্রতিহিংসা ভালবাসায় ॥