বাবা আমার
জগত জোড়া আদর মাখা মুখ
ডাকটি তার স্বর্গসম অসীম সুখ।
বাবা আমার
দেহ কারিগর দু’নয়নের আলো
মায়ের পরে সৃষ্টি সুখ সেই ভালো।
বাবা আমার
সৃষ্টি তত্ব বট বৃক্ষের ছায়া
সর্বরোগের মহৌষধ মায়ের মায়া।
বাবা আমার
জ্ঞানের ভান্ডার মহাজ্ঞানী জন
সর্বোদ্ধর্ধে জননী আমার মহাজন।
বাবা আমার
আকাশ পাতাল স্বপ্ন ছোঁয়া ছায়া
আঁচল তলে ঘুম পড়ানো মা’র মায়া।
বাবা আমার
ভালো হোক মন্দ হোক সব থেকে দামী
নামটি তার ডাকতেই জুড়ায় প্রাণ জানি।
বাবা আমার
আদর স্নেহ দু’নয়নের পানি
সর্বদা ডাকি তারে কোথায় সে না জানি।
বাবা আমার
ক্ষমাকারী স্বর্গসম অর্ন্তজামিন
আধাঁরের আলোবর্তিকা সর্বকালিন।