আজি এলো বসন্ত,
উদ্যানে ফুটিতে পুষ্প মৌ মৌ গন্ধে,
মৌচাকে মধু আহরণে মৌমাছি গুঞ্জনে।
ফুলে ফলে ঢালি সাজাতে
ফাল্গুন এলো বসন্ত খেজুর রসে।
আজি এলো বসন্ত,
শিমুল, পলাশ, কৃষ্ণচুঁড়ার রঙে।
প্রকৃতি নব-বধু সাজে
ন্যাড়া শাখায় কচি পল্লব জাগিল
রূপের বাহারে, আম্র মুকুল গন্ধে।
আজি এলো বসন্ত,
হিমেল পবনে, পথিকের কান্ত নাশিতে।
গ্রাম্য বালিকার পুতুল বিয়েতে।
রাখালের বেনুকা সুরে।
ফাল্গুন এলো কবির বন্দনাতে।
আজি এলো বসন্ত,
তরুণীর বাসন্তী রঙা শাড়ি,
আর কেশ খোঁপায় গাদা ফুলে,
প্রিয়ার আখিঁজল মুছিতে,
বসন্ত দূতের কুহু.. কুহু.. কণ্ঠে বিরহ মিলনে,
সুফিয়া কামালের তাহারেই পড়ে মনে,
রচিয়া লহে বরণ গীতে।
কাব্যের পান্ডুলিপি রচনা,
আর শিল্পীর রঙ-তুলির আল্পনাতে।
আজি এলো বসন্ত,
খাল বিলের হাঁটু জলে, বুনো হাঁসের স্নানহীনে।
মধ্যাহ্ন রোদ্র দহণে, তৃষ্ণার্ত কণ্ঠ নিবারণে।
বধুর নঁকশী কাঁথা, চড়–ইভাতীর উল্লাসে।
নগর গাঁয়ে আনন্দ উসব, পিঠা-পুলির আয়োজনে।