আমায় ভালবাস যদি
চন্দ্রিমার নীলে মালা গেঁথে
অমাবস্যায় তোমায় পরাবো।
অস্তাচলের নীলকুঠিরে
সুখের নীড় বেঁধে দিব,
শুভ্র শুভ্র মেঘের ভেলায়
তোমায় অবগাহন করাব।
তিমির নিশি ভেঙ্গে
রাঙ্গা প্রভাত এনে দিব,
কামিনীর গন্ধে তোমার
বেণী বাঁধতে বাঁধতে
আঁচলে ঘুম পড়াব।
আমায় ভালবাস যদি
দূর্গমগীরির কান্তা পেরিয়ে
তোমায় নীল ভ্রমর দেখাব।
তটিনীর বে গর্জে উঠা
কান্তিহীন গান শুনাব,
হৃদয় ক্যানভাসে তোমার
প্রোটেট প্রদর্শনী করব।
চিপ চিপে শিশিরে তোমার
শরীর ভিজে নীল পদ্ম দেখাব,
কল্পনায় তোমায় স্পর্শ করে
স্বপ্ন ভেঙ্গে ভেঙ্গে দূর্লভ কাব্যে
আমি জীবনানন্দ হবো।