একেবারে নীরবে না হয় কচ্ছপগতিতে
অথবা সন্ধ্যা তারার জোনাকী গানে
সে আসবে।
আমার হৃদয় পিঞ্জিরায় এক্কা দোক্কা খেলতে
না হয় কানামাছি অথবা গল্লাছুট লুকোচুরিতে
সে আসবে।
স্বপ্নদ্রষ্টা হয়ে না হয় ফুলপরীর ডানা মেলে
অথবা কুবো পাখির কুব কুব ডাকে ঘুম ভাঙ্গাতে
সে আসবে।
শিশির ভেজা শিউলী তলে বকুলের মালা গেঁথে
না হয় পড়ন্ত বিকেলে হরিহর নদে রংধনু দেখতে
সে আসবে।
সমস্ত কবিতার ছন্দ ভেঙ্গে না হয় রং তুলির আঁচড়ে
অথবা ভূমিষ্ট শিশুর পুনঃজন্ম নিয়ে আমার পৃথিবীতে
সে আসবে।
আমায় ভালোবেসে প্রেমের আরেক তাজমহল গড়তে
না হয় সমস্ত কোলাহল স্তব্ধ করে হাতে হাত রাখতে
সে আসবে !
চোখের কর্ণিয়ায় প্রদীপ জ্বেলে না হয় নিশির আঁধার ভেদে
অথবা যাযাবরী জীবনের বিষাক্ত নিঃশ্বাস ছেড়ে ঘর সাজাতে
সে আসবে !