অজান্তে আমার হৃদয় দিয়েছি,
এক অনিন্দ্য অন্ত শুন্য রমনীর হৃদয়।
রিক্ত আমার হিয়া, ছিন্ন আমার জীবন,
তবু ধন্য আমি, পূর্ণ আমার মন।
তোমা হতে আমাকে দাও-
আমার যা কিছু ছিল সঞ্চিত ভালবাসা
সবই উজাড় করে দিলাম তোমাই।
কবিতাটি রোদ্দুরে ভেজা দুপুর বইয়ে প্রকাশিত হয়েছে।
The poem was published in the book রোদ্দুরে ভেজা দুপুর.
![]() |
রোদ্দুরে ভেজা দুপুর প্রকাশনী: যাত্রী |
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.