এসো হে বিজয় দিবস
শিশির স্নিগ্ধ সোনালী ভোরে পাখির কুজনে
পূর্ব গগণে রাঙ্গা রবি জাগার পূর্বে
রূপসী বাংলার কোমল বুকে আমাদের
দ্বার প্রান্তে প্রান্তে

এসো হে বিজয় দিবস
পুষ্পে মুখরিত ঊষার দুয়ারে সুরভীত কাননে
সবুজ শ্যামলে আঁকা পথ প্রান্তে নগর গাঁয়ে।
রক্তাক্ত জনপথে জাগ্রত বাঙ্গলীর বিজয়
মিছিল স্লোগানে।

এসো হে বিজয় দিবস
কুয়াশা আঁধার ভেদ করে আলোকিত ধরনীর বুকে।
আগুন ভরা দিন দুপুরে সূর্য রশ্মির
কোলে অনাবিল গগণ জুড়ে।
প্রভাত হতে না হতে বিজয় নিশান
উত্তোলনে সংগীতের সুুরে সুরে।

এসো হে বিজয় দিবস
ছেলে হারা মায়ের শত ব্যাথ্যা মুছে
আনন্দ অশ্রু হয়ে।
প্রাচীর বাঁধা বিঘ্ন ডিঙ্গিয়ে উদ্দ্যমী
সাহসী বীরের দেশ প্রেমিক হয়ে।
অগণিত শহীদের স্মরণে আভা জেগে
উঠা স্মৃতি সৌধ শহীদ মিনারে।

এসো হে বিজয় দিবস
কবির কবিতা আবৃত্তিতে ছড়া গল্প লেখা লিখিতে।
শিল্পীর আল্পনার তুলিতে রঙের ঝরণা ধারা হয়ে
শিক্ষাঙ্গনে জ্ঞানের প্রদীপ জ্বেলে জ্বেলে।