ঘন কুয়াশায় ঢাকা ভোর
শৈত্য প্রবাহে বন্ধ দোর।
মেঘের ফাঁকে উঁঁকি দেয় রবি
খেঁজুর রসে আঁকা কত ছবি।
ভর দুপুরে মিটমিটে সূর্য দেয় কিরণ
উঠানাতে আগুন জ্বেলে শীত করে নিবারণ।
আবাল বৃদ্ধ কৃষক শীতে করে জবুথবু
দিগন্ত ঢেকে কুয়াশায় শীত আছে তবু।
গুড়ি গুড়ি বৃষ্টির সাথে আছে ঝড়ো হাওয়া
কনকনে শৈত্য প্রবাহে আছে শীতের ধাওয়।
সূর্য্যরে দেখা নেই সারাদিন মেঘে ঢাকা
ঘন কুয়াশায় নদী বন্দরে হুঁশিয়ারি ডাকা।
সাবধান হতে পড়ছে খবর বারে বারে
নিয়ম মেনে চালাবে যান ধীরে ধীরে।
দিনের তাপমাত্রা পাঁচ ডিগ্রির কম
সবখানে শীত জেঁকে বসেছে দম।
মা বলে বাবা বলে যাসনে বাছা আজ বাইরে
শীত থাকবে তিন দিন একথা জানা নাইরে।
শাসন বারণ না মেনে বাছা গেল খেলতে
কুশায়ার ধোঁয়াশায় চোখ পারলো না মেলতে।
গেল বছর পৌষ মাঘে শীত ছিল হালকা
এ বছর পৌষ শীতে রোগ বালায় মেলা।
গরম কাপড় খোঁজে ভিড় জমায় দোকানে
বেশি দাম নেয় দোকানী শোনে না কানে।